গরুর ট্রলারে ডাকাতি, পালানোর সময় গ্রেপ্তার ৭
প্রকাশিত : ৩ মে ২০২৩

শাহ আলম :
মুন্সীগঞ্জের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে পদ্মা নদীতে গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় প্রায় ৮০ কিলোমিটার নৌপথ ধাওয়া করে সাত সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (৩ মে) নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডাকাতরা হলেন, শরীয়তপুর জেলার মো. রহমান (৩৮), পিতা মো. মোবারক, শরীয়তপুর মো.এবাদুল (৩৫), পিতা মৃত রকমত আলী বেপারী, চাঁদপুরের মো.তাইজুল (২৭), পিতা মৃত আজম বেপারী, মুন্সীগঞ্জের মো. মহসীন (৩০), পিতা মো. সাহাবউদ্দিন, মুন্সীগঞ্জের লৌহজংয়ের মো. মেহেদী (২৫), পিতা মো. মোতালেব, মুন্সীগঞ্জের মো. শিহাব মোসলেম (২২), পিতা মো. চুন্নু দেওয়ান ও নারায়নগঞ্জের মো. শাহিন (৩৫), পিতা মৃত রফিক বেপারী।
পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার মানিকগঞ্জের আরিচায় গরু বোঝাই ট্রলারে ডাকাতি করতে যায় একদল ডাকাত। সেখানে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দলটি প্রথমে চাঁদপুরের মোহনপুরের বাহেরচরে ও পরে মেঘনার শাখা নদী হয়ে মঙ্গলবার বিকেলের দিকে জেলা সদরের বাঘাইকান্দি গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এসে আশ্রয় নেয়। পরে গ্রামবাসী সদর থানা পুলিশকে সংবাদ দেয়। এ সময় পুলিশ সেখানে পৌঁছে বাবুল বাড়ির বসতঘর থেকে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, চারটি পাইপগান, দেশি অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোড জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ধাপে ডাকাতিতে খোয়া যাওয়া ৩৩ লাখ টাকা জব্দ করা হয়েছে।