ভবিষ্যতে স্পিকার হতে চায়

এসএসসি গোল্ডেন এ প্লাস পাওয়া পিপি কন্যা রিশবা চৌধুরী

প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২

প্রেস বিজ্ঞপ্তি :
পিতা অ্যাডভোকেট রাকিব উদ্দিন রাকিব নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্য়াতন ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি)। দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্বের প্রমান দিয়েছেন বারবার। চাঞ্চল্যকর কয়েকটি মামলার নিষ্পত্তিতে আদালতে অর্জন করেছে সুনাম। বাবা রাকিব উদ্দিনের আদর্শে স্পিকার হতে চান এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া রিশবা চৌধুরী।

স্পিকার হওয়ার ইচ্ছা নিয়ে পড়ালেখা করছেন রিশবা চৌধুরী। রিশবা চৌধুরী নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। প্রতিটি সাবজেক্টে ৯৫ পেয়ে তিনি এ গোল্ডেন এ প্লাস অর্জন করেন। তার এ সাফল্যে স্কুলের শিক্ষক’সহ তার শুভাকাঙ্খীরা তাকে অভিনন্দন জানান। রিশবা চৌধুরী বলেন, বাবার আদর্শ ধারণ করে স্পিকার হতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আপনার মতামত লিখুন :