মতলব উত্তরে ছাত্রলীগ নেতা ইব্রাহিম সরকার পাপ্পু’র মায়ের ইন্তেকাল

প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২২

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার পাপ্পু’র মাতা বিলকিছ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার সকাল ৫টা ৩০ মিনিটে মরহুমার নিজ বাড়ী জহিরাবাদ ইউনিয়নের নেদামদী মাথাভাঙ্গা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৮) বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নেদামদী মাথাভাঙ্গা জামে মসজিদে বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে ইব্রাহিম সরকার পাপ্পু’র মাতার ইন্তেকালের খবর পেয়ে রাজনৈতিক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পাপ্পু ও তার পরিবারের সদস্যদের সান্তনা দেন।

মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া’সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :