মতলব উত্তর উপজেলা

নবগঠিত মহিলা আ.লীগের কমিটিকে মুক্তার গাজী’র অভিনন্দন

প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২

মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পারভীন শরীফ সভাপতি ও লাভলী চৌধুরীকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করায় চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান ও যুগ্ম আহ্বায়ক মিসেস আয়েশা রহমান লিলি, যুগ্ম সুবর্ণা চৌধুরী বীনা’সহ নির্বাচিত নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন। শনিবার ২৬ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আধুনিক মতলবের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, যুগ্ম আহ্বায়ক মিসেস আয়েশা রহমান লিলি ও যুগ্ম সুবর্ণা চৌধুরী বীনা উনাদের প্রতি সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য।

তিনি আরো বলেন, মতলব উত্তর উপজেলা মহিলা আ’লীগকে একটি যোগ্য ও সঠিক নেতৃত্বের হাতে তুলে দেওয়া জন্য। আমার বিশ্বাস নবগঠিত কমিটির তাদের হাত ধরে মহিলা আ.লীগ আরো গতিশীল হবে। আমার জানামতে সকল সদস্য আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম। মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগ কাজ করবে।

আপনার মতামত লিখুন :