মতলব উত্তর ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশে

দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে–সাজেদুল হোসেন চৌধুরী দিপু

প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২

মতলব উত্তরে দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার মায়া বীরবিক্রম সেতু টুল প্লাজা সংলগ্নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সদস্য ছদরুল আমিনের পরিচালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

প্রধান অতিথির বক্তব্যে দিপু চৌধুরী বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। ২১ আগস্টের হামলার মূল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোসররা দেশে বসে ক্ষমতার স্বপ্ন দেখছে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামায়াত-বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগেরর সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।

আরো বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জি. ফখরুল ইসলাম রনি’সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :