মতলব উত্তরের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের

আজীবন সদস্য হলেন হাফিজ তপদার

প্রকাশিত : ১ নভেম্বর ২০২২

মতলব উত্তরের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের আজীবন সদস্য হয়েছেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাফিজ তপদার।

সোমবার দুপুরে কলেজ কমিটির নেতৃবৃন্দ এ সংক্রান্ত পত্র হাফিজ তপদারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সহ কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

অবহিতকরণপত্রে উল্লেখ্য করা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনার সুবিবেচিত সম্মতিতে গত ৩১অক্টোবর কলেজ পরিচালনা পর্ষদের সভায় আপনি কলেজের আজীবন সদস্য হিসেবে মনোনিত হয়েছেন। আমরা বিশ্বাস করি আপনার পরিকল্পনা কলেজ পরিচালনায় নতুনত্বের দ্বার উন্মোচন করবে। আপনাকে আজীবন সদস্য হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও মুবারকবাদ জ্ঞাপন করছি।

আপনার মতামত লিখুন :