সভাপতি পদে
চাঁদপুর জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচনে মেজবাহ চৌধুরী নির্বাচিত
প্রকাশিত : ৮ অক্টোবর ২০২২

চাঁদপুরে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মেজবাহ উদ্দিন চৌধুরী (চেয়ার) প্রতিক নিয়ে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে (৮ অক্টোবর) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। মোট ১৬২জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে।
অফিস সূত্রে জানাযায়, গঠনতন্ত্র অনুযায়ী ১৯টি পদ রয়েছে। ১৯টি পদের মধ্যে ১৬টি পদে নির্বাচন হচ্ছেনা। ৩টি পদে একাধীক প্রার্থী থাকায় নির্বাচন হয়েছে।
অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন মিয়াজী।
নির্বাচিত সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, দিনশেষে আমরা সবাই এক। এটা ছিল উৎসব। আমরা তাতে সামিল হয়েছি মাত্র। এখানে জয়-পরাজয় আমার কাছে মুখ্য না। তবে আমার বন্ধু-সতীর্থরা যে আমাকে এতটা ভালোবাসে, সেটা এই নির্বাচন না হলে টেরই পেতাম না। আমি কৃতজ্ঞ সবার প্রতি।
নির্বাচনে সহযোগিতা করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সুধীজন, ভোটার সকলকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আলহাজ্ব এমআই মমিন খান।