আলোচনা সভা, কেককাট ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে

মতলব উত্তরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ২৭ জুলাই ২০২২

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দূূর্গাপুর ইউনিয়নের মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কের আনারপুর চৌরাস্তায় আলোচনা সভা ও র‌্যালির মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী।

দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ গঠন করা হয়েছিল। ‘সেবা, শান্তি ও প্রগতি’ এই তিনটি স্লোগানে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠার পর থেকে দেশের আন্দোলন, সংগ্রাম ও দূর্যোগ মোকাবেলায় সব সময় মাঠে ছিল। দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রামক রোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।

তিনি বলেন, বৃহত্তর মতলবে যে উন্নয়ন হয়েছে তার একমাত্র রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তাঁর নেতৃত্বে মতলবের দৃশ্যমান ব্রিজ, কালভার্ট, রাস্তা, সাইক্লোন শেল্টার, বিদ্যালয়ের একাডেমিক ভবন, এইচবিবি রাস্তা সবই নির্মিত হয়েছে। তিনি বর্তমানে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামের সদস্য মনোনীত হয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে তিনি আবারও মতলবে এমপি নির্বাচিত হয়ে, মন্ত্রী হয়ে আসবেন এবং মতলবের অসমাপ্ত জনগুরুত্বপূর্ন কাজগুলো তাঁর মাধ্যমেই বাস্তবায়িত হবে।

তিনি আরো বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়েছে। এ সম্মান চাঁদপুরবাসীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু।

আরো বক্তব্য রাখেন-দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাছলিমা ফরাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুলাল মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান মৃধা, যুবলীগ নেতা ইউসুফ বেপারি, বাদল মেম্বার, আবুল কালাম, তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রনি’সহ আওয়মী অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি উপজেলার আঞ্চলিক মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক লীগের প্রায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

আপনার মতামত লিখুন :