মানসিক হাসপাতাল থেকে ভারসাম্যহীন মহিলা হারিয়ে গেছেন

প্রকাশিত : ১৯ জুলাই ২০২২

গতকাল সোমবার (১৭ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় মানসিক হাসপাতাল শেরে বাংলা নগর থেকে চিকিৎসা নিতে যাওয়া মানসিক ভারসাম্যহীন মহিলা হারিয়ে গেছেন।

অনেক খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া মহিলার নাম ছালমা। তার বাড়ী গদাইরচর, মাধবধী, জেলা- নরসিংদী সে আ. রহমানের মেয়ে।

তার পরিবার থেকে জানানো হয়েছে , যদি কোন সহৃদয় ব্যক্তি ছালমাকে খুঁজে পান যেন ০১৮১৯- ১৮ ৬৯ ৭৩/ ০১৭৪৫- ২৭ ২০ ১১/০১৯২৪- ৯৩ ৪৯ ০৬ মোবাইল নম্বরে যোগাযোগ করেন।

আপনার মতামত লিখুন :