মতলব উত্তরে হৃদয়ে ছোটহলদিয়া’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা

ছোটহলদিয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে

প্রকাশিত : ১২ জুলাই ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোটহলদিয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নবপ্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘হৃদয়ে ছোটহলদিয়া’ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের একাধীকবারের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশের সভাপতিত্বে ও মোস্তফা মহসিন দিপু ও তাসলিমা আক্তার আঁখি’র যৌথ সঞ্চালনায় গ্রামের অনেক প্রবীণ মুরব্বী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, চিকিৎসক, প্রকৌশলী বক্তব্য রাখেন।

  • এ সময় বক্তারা বলেন, আমাদের গ্রাম বাংলার সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে এ অনুষ্ঠানের মাধ্যমে নবপ্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সংস্কৃতির রয়েছে নিজস্ব বলয় যা অন্য কোথাও নেই, আর তাই তো শহরে থাকলেও আমাদের মন পড়ে থাকে গ্রামের মাটিতে। আমরা আশা করি এই অনুষ্ঠান আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
  • বক্তারা আরো বলেন, মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া গ্রামে অবস্থিত এক গম্বুজ মসজিদ। এই মসজিদটি জৈনিক রুপ সরকার প্রায় ৩৫০ বছর আগে প্রতিষ্ঠিত করেন।
  • কালের সাক্ষী ৩৫০ বছরের পুরনো এই এক গম্বুজ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দূরবর্তী উচ্চ বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করছে। দূরবর্তী এলাকায় স্কুল হওয়ায় অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। তাই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের ব্যাপারে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ওবায়েদ উল্ল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ সরকার, আবুল কালাম রাসেল, প্রকৌশলী খোরশেদ আলম ফারুক, প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রকৌশলী সায়েদুল ইসলাম, ডিজিএম মোহাম্মদ আলী, এক্সিকিউটিভ ইঞ্জি. আলী আহমেদ বেপারী, কাউসার আলম সরকার বাদল, ওমর ফারুক খান, সালাউদ্দিন খান, মো. খোকন সরকার, কামরুজ্জামান রাসেল, আলী আশরাফ সোহাগ, কাউসার আহমেদ প্রধান, রাজিব হোসেন, একরামুল হাসান জনি, ইকবাল হোসেন, মনির হোসেন মাইজভান্ডারী, আরিফুর রহমান সরকার, ব্যবসায়ী কবির হোসেন বেপারী, ব্যবসায়ী ওয়াহিদ উল্ল্যাহ খান, ফরহাদ বেপারী।

সার্বিক সহযোগিতায় ছিলেন, ওয়াদুদ সরকার বাপক, ডা. আবুল কালাম আশিক, গোলাম জিলানী, তৈয়বুর রহমান পনির, বাবলু খান, রহিম উদ্দিন সরকার, মনির হোসেন সরকার, জাহাঙ্গীর সরকার, হায়দার মাহমুদ সরকার শোভন, সেয়ানা সরকার, আলী হোসেন সরকার, ওয়াজ কুরুনী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ছোটহলদিয়া গ্রামে জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ, চিকিৎসা পেশায় বিশেষ ভূমিকা রাখা, সরকারী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় গ্রামের হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :