চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক বীনা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত : ১০ জুলাই ২০২২

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় সুর্বণা চৌধুরী বীনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপদার। শনিবার ৯ জুলাই রাতে মোহনপুরস্থ আলী ভিলায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুুলেল শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুর্বণা চৌধুরী বীনা বলেন, দেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম।
মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরালসভাবে কাজ করছেন। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ কাজ করবে।
তিনি আরো বলেন, বঙ্গমাতা এদেশের সকল নারীদের আদর্শ ও বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিলেন। সকল মানুষের জন্য মহিলা আওয়ামী লীগ আজ একটি আস্থার সংগঠনে পরিণত হয়েছে। ক্ষমতার রাজনীতি নয় বরং সেবা রাজনীতি জননেত্রী ও মহিলা আওয়ামীগের আদর্শ।
উল্লেখ্য, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত গত ১৮ জুন চিঠির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অধ্যাপিকা মাসুদা নূর খানকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আয়শা রহমান লিলি, মৃদুলা সাহা, সুবর্ণা চৌধুরী বীনা, রেবেকা সুলতানা বকুল ও মনোয়ারা হারুন।