মতলব উত্তর উপজেলার

কলাকান্দা ইউপি চেয়ারম্যান শুভা’র জন্মদিন পালন

প্রকাশিত : ৯ জুলাই ২০২২

মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার শুভার জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার শুভার জন্মদিন উপলক্ষে মোহনপুর আলী ভিলায় আগত দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা তার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি তার ৪২তম জন্মদিনে কলাকান্দা ইউনিয়নবাসীকে জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা ও ছেংগারচর পৌরসভার আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাফিজল তপাদার, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী,  ছেংঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামীম প্রধান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মো. খোকন প্রধান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমির হোসেন কালু বেপারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, কাজ ’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :