অসুস্থ এ্যাড. রুহুল আমিনের শয্যাপাশে মায়া চৌধুরী

প্রকাশিত : ৩০ জুন ২০২২

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর বারের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ এ্যাড. রুহুল আমিন শারীরিক অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৯ জুন) বিকেলে তাকে দেখতে আসেন ও খোঁজ খবর নেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

তিনি দীর্ঘক্ষণ হাসপাতালে ভর্তি এ্যাড. রুহুল আমিনের শয্যা পাশে ছিলেন। এসময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছে অ্যাডভোকেট রুহুল আমিনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। সেই সাথে দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও প.প বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জি, আ’লীগের উপ-কমিটির সদস্য সবুজ প্রমুখ।

আপনার মতামত লিখুন :