জনসেবা আমার ধর্ম, সেবার মাঝেই বেঁচে থাকতে চাই
প্রকাশিত : ১৩ জুন ২০২২

যারা মানব সেবাকে আপন করে নিয়েছে তারা সকল প্রকার সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকে। তাদের কাছে মানুষের সেবা করার জন্য দিন আর রাত নেই। যে কোনো মুহুর্তেই তারা তাদের সেবার হাত বাড়িয়ে দেয় মানবকল্যানে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের এমন মানব সেবকদের মধ্য রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. নূর উদ্দিন পাটোয়ারী।
তিনি মানবসেবাকে তার ধর্ম হিসেবে মেনে নিয়েছেন। তিনি ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের স্কুলে ভর্তি, ফরম পূরনে আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে তাদের সহযোগিতা করে আসছেন। করোনা মহামারির সময়ে ফরাজীকান্দি ইউনিয়নের খেটে খাওয়া ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে তিনি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
আলহাজ্ব নূর উদ্দিন পাটোয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে তার দেখানো পথে চলে মানুষের সেবা করে আসছি। মানবসেবা আমার ধর্ম। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মানুষের সেবা করে যাবো।