চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২

৫ম বারের মত অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হলেন মানছুর আহম্মদ

প্রকাশিত : ৮ জুন ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে পঞ্চমবারের মত সদস্য নির্বাচিত হলেন মানছুর আহম্মদ।

বুধবার (৮ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম ও সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

নির্বাচিত মানছুর আহম্মদ বলেন, আমাকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। আগামী দুই বছরের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়টি গড়ে তুলবো। তার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবো। সদস্য নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদ্যলয়ের পড়ালেথার মান উন্নয়নে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের সহযোগীতা কামনা করছি।

আপনার মতামত লিখুন :