চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে

তাসলিমা আক্তার আঁখি বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

প্রকাশিত : ২০ মে ২০২২

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিক্ষানুরাগী তাসলিমা আক্তার আঁখি।

তিনি গত ১৭ মে মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট মনোনয়নপত্র জমা দেন। পরের দিন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে তাসলিমা আক্তার আঁখি ব্যাতিত অন্য কেউ উক্ত পদে মনোনয়নপত্র দাখিল করেননি। বিধায় বৃহস্পতিবার ১৯ মে তাকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম।

বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত তাসলিমা আক্তার আঁখি বলেন, আমাকে এ এলাকার মানুষ ভালবেসে বিনাপ্রতিদ্বন্ধিতায় পরিচালনা পর্ষদের সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

আগামী দুই বছরের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়টি গড়ে তুলবো। তার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবো। সদস্য নির্বাচিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদ্যলয়ের পড়ালেথার মান উন্নয়নে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য, আসছে বুধবার ৮ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম।

আপনার মতামত লিখুন :