জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত : ১২ মে ২০২২

মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী।

বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

চাল বিতরণকালে ট্যঠস অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব দাস, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সাবেক যুবলীগ নেতা আমান উল্ল্যাহ মাস্টার, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. সুমন বেপারী, ইউপি সদস্য গোলাম হোসেন, আবু নাছের, উমর আলী, মিজানুর রহমান সিকদার, শাহ আলম, মিজানুর রহমান, ওয়াদুদ মাল, শাহ জামাল, জাহাঙ্গীর আলম, ও সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, রোকেয়া আক্তার ঝর্ণা ও শাহানারা বেগম উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :