পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরী
প্রকাশিত : ২ মে ২০২২

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মসলিম উম্মাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- পবিত্র ঈদ-উল ফিতরে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হোক মানবতা। তৈরি হোক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব। একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভালবাসা পূর্ণ সম্পর্ক থাকুক অনবরত। পাশাপাশি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই। সবার সুস্বাস্থ্য কামনা করে পরিশেষে সবাইকে ঈদ মোবারক এর শুভেচ্ছা জানান সামছুল হক চৌধুরী বাবুল।