মতলব উত্তরে আ’লীগ ও সুধী সমাজের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজ করতে হবে-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ক্ষুধা-দারিদ্র্র্যমুক্ত উন্নত সমৃৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল ২৭ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলায় মতলব উত্তরে আওয়ামী লীগ ও সুধী সমাজের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে দলের জন্ম অগণতান্ত্রিকভাবে, সেই দলের নেতা যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষ হাসে। সুতরাং তাদের গণতন্ত্রের কথা বলার অধিকার কতটুুকু আছে সেটিই প্রশ্ন।’
তিনি আরো বলেন, অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।
বিএনপিতে উদ্দেশ করে মায়া বলেন, ‘শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাস ও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে।’
বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন ভূঁঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া।
এসময় মতলব দক্ষিণ পৌরসভার মেয়ার আওলাদ হোসেন লিটন, মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, শাহজাহান প্রধান, আ’লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইউনিয়ন আ’লীগের সভাপতিও সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ সরকার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, আ’লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, পৌর কাউন্সিলার রুহুল আমিন মোল্লা, বোরহানউদ্দিন, আল আমিন সরকার, মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ, মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা লিখন সরকার, পৌর শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, ব্যবসায়ী মানজুর আহমেদ শাহীন, যুবলীগ নেতা জি. কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ’সহ আ’লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।