শাহনাজ-কামাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে
মতলব উত্তরে ইঞ্জিনচালিত নৌকা পেল ২০ জেলে
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে শাহনাজ-কামাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ২০ জন জেলেকে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা বিতরন করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মহিষমারী সরকারী প্রাথমিক বিদ্যারয় সংলগ্ন মাঠে বিতরনকার্যের উদ্বোধন করেন ‘দিগন্ত সোয়েটার লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কামাল আহমেদ ঢালী।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় কামাল আহমেদ ঢালী বলেন, প্রান্তিক জেলেরা দাদন নিয়ে জাল কিনে, নৌকা কিনে। এরপর মাছ ধরে। মাছ বিক্রি করে যে টাকা পান তার একটি বড় অংশ মহাজনদের পকেট এ চলে যায়। তাই জেলেদের সহায়তা করার জন্য তাদের মধ্যে নৌকা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে ও বিতরণ করা হবে। নৌকা পাওয়ার পর জেলেদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া। তিনি আরো বলেন, সরকারের সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিত্তবানদের মানবিক দায়িত্ব নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। তিনি সমাজের সকল ধর্ণাঢ্য ও বিত্তশালী ব্যক্তিদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহনাজ-কামাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ কামাল, ইউএনও গাজী শরিফুল হাসান।
ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিমের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আতাউর রহমান সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী।
যুবলীগ নেতা জুয়েল মীর জানান, প্রতিটি নৌকা তৈরীতে ব্যয় হয়েছে ৩ লাখ টাকা। কামাল ঢারী সাহেবের মত সমাজের আরো ধর্ণাঢ্য ও বিত্তশালী ব্যক্তিদের এ ধরনের মহতি উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলে ইসমাইল বন্দুকসী জানান, মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার নিজের নৌকা নেই। নৌকা ভাড়া করে মাছ ধরতে হয়। এ কারণে ইসমাইলের মনে অনেক কষ্ট। নিজের নৌকায় নদীতে মাছ ধরার ইচ্ছা তার। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। ভাড়া নৌকায় মাছ ধরে বাজারে বিক্রি করে তেমন লাভ থাকে না। এখন থেকে কামাল ঢালী সাহেবের দেওয়া নৌকায় মাছ ধরে সংসার চালাতে পারবেন।
জেলে নাজিম উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে তিনি মেঘনা নদীতে মাছ ধরেন। তার কোন নৌকা নেই। পরে নৌকা ভাড়া করে এতদিন তিনি মাছ ধরতেন। যার নৌকা ভাড়া করতেন মাছ ধরার পর তা বিক্রির একটি বড় অংশ নৌকার মালিককে দিতে হতো। এখন আর কাউকে মাছের ভাগ দিতে হবে না।
সর্বশেষ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা যুবলীগ নেতা গাজী সাখাওয়াত হোসেন, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রকৌশলী শাহ আলম, সহকারী শিক্ষক আমান উল্ল্যাহ, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, জুয়েল পাটোয়ারী, কৃষকলীগ নেতা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।