মতলব উত্তরে জাটকা নিধন প্রতিরোধে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায়
প্রশাসনের পাশাপাশি সবাই মিলে কাজ করলে অভিযানের সফলতা আসবে-এমএ কুদ্দুস
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২২

জাটকা নিধন প্রতিরোধ মতলব উত্তরে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, অভিযান সফল করতে প্রচার প্রচারনা করতে হবে, বিভিন্ন খালের মুখ বন্ধ করে রাখতে হবে, বন্ধ মুখ যাতে খুলতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সবাই মিলে একত্রে কাজ করলে অভিযানের সফলতা আসবে।
সম্মলীত ভাবে অভিযান করতে হবে, জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে হবে, অভিযানের সময় আড়ৎদারকে ও নজরধারীতে রাখতে হবে। ইলিশ কারো সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ, ইলিশের বড় উপকারভোগী হচ্ছে জেলারা, দেশের স্বার্থে সবাইকে জাটকা অভিযান সফল করতে হবে, ঐ সময় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের সময় বহিরাগত জেলেরা মাছ স্বীকার করতে আসলে, সাথে সাথে প্রশাসনকে অবগত করতে হবে। তাদেরকে চিহিৃত করতে হবে। অভিযানের সময় স্ব-স্ব ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। মৎস্য পল্লী, জেলে পল্লীতে বেশি বেশি প্রচার করতে হবে। জাটকা রক্ষা করতে হবে, নতুবা আমরা ইলিশ পাবোনা, ইলিশ আমাদের একটা জাতীয় সম্পদ।
সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কাউসার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মৎস্যজীবি প্রতিনিধি উপস্থিত ছিলেন।