আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরীকে হাফিজ তপাদারের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২২

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের (সভাপতিমণ্ডলী) সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃতিসন্তান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাফিজ তপাদারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বুধবার বিকেলে গুলশানস্থ মায়া চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে হাফিজ তপাদার সাংবাদিকদের বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় দলে একজন যোগ্য ও ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হলো। দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :