মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে দিপু চৌধুরীর জন্মদিন পালন
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২২

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) বিকেলে দক্ষিণ মিলারচর মাঠে কলাকান্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কেক কাটা ও মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সংরক্ষিত ইউপি সদস্য ডলি বেগম, সাবেক সদস্য শফিকুল ইসলাম’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সাজেদুল হোসেন চৌধুরী দিপু শুধু একটি নাম নয়, যুব রাজনীতির প্রেরণা। সময়ের সেরা নেতা অনুকরণীয় আদর্শ। আওয়ামী রাজনীতির এক উজ্জল ধ্রুবতারা। সমাজ, জাতি, এবং দেশের আদর্শ প্রেমিক। সমাজ, জাতি এবং দেশ গড়ার কারিগর। অসহায়, গরীব, দুঃখী, মেহনতি মানুষের আশ্রয়স্থল। মানব সেবায় নিবেদিত প্রাণ সত্যিকারের নেতা। পরিশ্রমী, কর্মঠ, ভদ্র, বিনয়ী, মিশুক, হিংসা বিদ্বেষ এবং অহংকার মুক্ত সাদা মনের সুহৃদ ব্যক্তি।
আপোষহীন আওয়ামী নেতা। গণমানুষের মন জয় করে জননন্দিত এবং জনপ্রিয় যুবনেতা হবার জন্য যত রকম যোগ্যতা এবং গুণাবলীর প্রয়োজন তার সবগুলো যোগ্যতা এবং গুণাবলী রয়েছে তাঁর মাঝে। তাই আওয়ামী রাজনীতির অঙ্গনে যারা জননন্দিত, জনপ্রিয় হয়েছেন, রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন তাদের মাঝে সাজেদুল হোসেন চৌধুরী দিপু অন্যতম। জন্মদিনে ভালবাসার মানুষটির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।