শীত উপলক্ষ্যে ইমামদের কম্বল উপহার দিলেন বাবুল চৌধুরী

প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২২

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতে কাবু মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল ।

সোমবার (১০জানুয়ারী) সকালে মোহনপুরের কালু ভিলা প্রাঙ্গণে মোহনপুর ইউনিয়নের সকল মসজিদের ইমামদের হাতে শীতের উপহার কম্বল তুলে দেন।

উপহার প্রদানকালে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল বলেন, আমি আপনাদের চেয়ারম্যান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে সব সময় থাকতে চাই।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন :