গোয়াইনঘাট  ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২

আলীর গাঁও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন গোলাম কিবরিয়া হেলাল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর ২০২১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র ফরম ক্রয় করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল। ২৩ ডিসেম্বর দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হইতে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তিনি।

উল্লেখ্য, ১০নং পশ্চিম  আলীর গাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারী ও প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারী, প্রতিক বরাদ্দ ১৪ জানুয়ারী।

দলীয় নমিনেশন প্রত্যাশী আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন , আমি শতভাগ বিশ্বাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় প্রতীক নৌকা পাবো। আমি সবসময় দলীয় শৃঙ্খলার ভিতর থেকে কাজ করেছি । প্রত্যেকটি কর্মসূচী নিষ্ঠার সাথে পালন করেছি। সারাজীবন  দেশ ও জনগণের জন্য রাজনীতি করেছি।  দলীয় মনোনয়ন পাবার যে যোগ্যতা প্রয়োজন আমার তা  শতভাগ আছে।

তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করছি, অনেক পুলিশের মার খেয়েছি। এক কথায় অনেক নির্যাতন সহ্য করেছি। নির্যাতন সহ্য করতে করতে আজকের এ পর্যায়ে এসে দায়িত্ব পালন করছি। অনেক প্রতিকুল ও ষড়যন্ত্র মধ্যে আমরাই টিকে থেকে সকলের ভালবাসা নিয়ে ইউনিয়নের সকল মানুষের পাশে থেকেছি। তাই আমার বিশ্বাস, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ করে দিবেন।

আপনার মতামত লিখুন :