৩নং ওয়ার্ড মেম্বার পদে হালিম সরকারের মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত : ৩ নভেম্বর ২০২১

মতলব উত্তর উপজেলার আসন্ন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ইউপি সদস্য আব্দুল হালিম সরকার।
রেববার (৩১ নভেম্বর) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. ফারুক হোসেনের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মেম্বার প্রার্থী আব্দুল হালিম সরকার সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে মেম্বারদের ভূমিকা খুবই গুত্বপূর্ণ। তাই একজন যোগ্য মেম্বারের বিকল্প নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব এবং জনগণকে সেবা করে যাব।