ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১
মডেল ইউনিয়ন গড়তে চান নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২১

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল আবারো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, পুল-কালভার্ট, স্কুল নির্মাণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ সঠিক পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য ও পশুসম্পদসহ অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছেন।
আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমাকে মনোনয়ন দেওয়ায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যদি আমাকে মনোনয়ন না দিতেন তাহলে মানুষের সেবা করার সুযোগ পেতাম না।
আমার কাজ হবে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করা। তার চাওয়া অনুযায়ী আমার ইউনিয়ন হবে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ইউনিয়ন। আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার ইউনিয়নের সব জনগণের প্রতি, যারা আমাকে অতীতের কাজের মূল্যায়ন করে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দেবেন।’
আমি এ ইউনিয়নকে উন্নয়নের মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে অতীতে কাজ করেছি আবারও নির্বাচিত হলে সে ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’