ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলশ রক্ষায়

মতলব উত্তরের ফরাজীকান্দি ও জহিরাবাদে জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরারজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

১৩ অক্টোবর বুধবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ বমপ্লেক্স চত্ত্বরে ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদ বমপ্লেক্স চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ট্যাগ অফিসার মো. অলিউল্ল্যাহ ও একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার মো. সাইফুল ইসলাম।

বিতরন পূর্বে সংক্ষিপ্ত সভায় ফরাজীকান্দি ইউপির ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. অলিউল্ল্যাহ বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না। জেলেদের সুবিধার জন্য সরকার চাল, ছাগল, সেলাই মেশিন, সুতার জালসহ বিভিন্ন উপকরন দিচ্ছে।

জহিরাবাদ ইউপির ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ইলিশের জন্য সারা পৃথিবীতে চাঁদপুরের পরিচর রয়েছে। ইলিশ রপ্তানী করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছে। তবে যেহেতু ইলিশের বাড়ী চাঁদপুর সেহেতু এই ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

এ সময় ইউপি সচিব নাছির উদ্দিন খান, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, নাছির উদ্দিন মুন্সি, খাজা আহমেদ, মৎস্য প্রতিনিধি উমর আলী, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশির, ইউপি সদস্য মো. কাজল, মানিক মিয়া, বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসেন, মুখলেছুর রহমান, মোশারফ হোসেন, রোকেয়া বেগম, উদ্যোক্তা গাউছ।

এসময় ফরাজীকান্দি ইউনিয়নের ১ হাজার ৪’শ ও জহিরাবাদ ইউনিয়নের ৮’শ ৪১ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :