আ’লীগ নেতা দিপু চৌধুরীর শশুরের ইন্তেকাল
প্রকাশিত : ৩১ জুলাই ২০২১

স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম এর বেয়াই ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক সাজেদুল হোসেন চৌধুরী দিপু শশুর পীরজাদা আবুল বশীর শুক্রবার (৩০ জুলাই) রাত ৭টা ১৫ মিনিটের সময় ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে’সহ বহু গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে ভুগছিলেন।
শুক্রবার রাতে ঢাকার মালিবাগে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে আরেক দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে।
তিনি মতলব মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব সুবর্না চৌধুরী বীনার পিতা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন মাহি চৌধুরীর নানা।