বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে পরিকল্পনা প্রতিমন্ত্রীর শোক প্রকাশ 

প্রকাশিত : ২৪ জুলাই ২০২১

 মো. দ্বীন ইসলাম :

গণসংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

শোক বার্তায় তিনি বলেন,বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলনে তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। ৬০’র দশকের আন্দোলন সংগ্রামে এবং ৬৯’র গণঅভ্যুত্থানে গণসংগীত পরিবেশনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেন।

এছাড়াও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তিনি গান নিয়ে শামিল হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক’ মুক্তিযোদ্ধা কে হারিয়েছে। সঙ্গীত জগতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ যোগ্য নয। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আপনার মতামত লিখুন :