মতলব উত্তরে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ

প্রকাশিত : ৩ জুলাই ২০২১

সারাদেশের মতো চাঁদপুরের মতলব উত্তরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের তৃতীয় দিন উপজেলা জুড়ে ইউএনও গাজী শরিফুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মত।

শনিবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হয়নি। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় ১৪টি মামলায় ১৪ হাজার ৭’শ ৫০টাকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সাল, অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।

ইউএনও গাজী শরিফুল হাসান জানান, কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম মাঠপর্যায়ে কাজ করছে। করোনা

সংক্রমণ রোধে লকডাউনের সকল রকম নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে লকডাউন বাস্তবায়নসহ করোনা মোকাবেলায় সহজ হবে।

আপনার মতামত লিখুন :