মতলব উত্তরের সরদারকান্দি গ্রামের রাস্তার বেহাল দশা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশিত : ২ জুলাই ২০২১

মতলব উত্তরের সরদারকান্দির গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়  রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তা দেখে বোঝার উপায় নেই যে কোনটা পাকা আর কোনটা কাঁচা রাস্তা। আর এই কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পাড়েছে রাস্তাটি। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনাসহ নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ইউনিয়নের হাজার হাজার মানুষের।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের একমাত্র রাস্তাটির কাপের্টিং উঠে গিয়ে ছোট বড় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙ্গে পড়েছে। ফলে এই গ্রামে যোগাযোগের মাধ্যম ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।

  • জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বিভাগের আওতাধীন ২০০২ সালে জনগুরুত্বপূর্ন এ রাস্তাটি কার্পেটিং করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা হয়নি।

 

মোটরসাইকেল চালক টিটু বলেন, ভাঙ্গাচোরা রাস্তায় রয়েছে অসংখ্য ইটের টুকরো। তার উপর চাকা উঠলেই মোটরসাইকেল পিছলে যায়। সামনে তাকাবো না নিচে দেখবো। এ নিয়ে ভাবতে ভাবতে পড়ি দুর্ঘটনায়।

  • কয়েকজন অটোরিকশা, রিকশা ও ভ্যানচালক বলেন, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। রাস্তার কারণে গাড়ির পেছনে যত খরচ হয় তাতে আমাদের পরিবার নিয়ে দু’বেলা দু’মুঠো খাওয়াই কঠিন। সরকারের কাছে দ্রুত এই সড়ক সংস্কারের দাবি আমাদের।

অন্যদিকে কলেজ পড়ুয়া ছাত্রী সোনিয়া বলেন, রাস্তার এই বেহাল দশার জন্য আমাদের কলেজে যেতে অনেক ভুুগান্তির শিকার হতে হয়। যাতায়াতের জন্য গাড়ী পাওয়া যায় না। অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে নিতে বিপাকে পরতে হয় আমাদের।

ফরাজীকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম সরকার জানান, ২০ বছর আগে রাস্তাটি করা হয়েছিল, দীঘদিন থেকে রাস্তা সংস্কার না হওয়ায় কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে সময়মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন না। উত্তর সরদারকান্দি বাদামতলী থেকে দক্ষিণ সরদারকান্দি পর্যন্ত কয়েক বছর ধরে রাস্তাটি সংষ্কার না করায় খানাখন্দকে পরিণত হয়েছে সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে।

  • এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে বড় বড় খানাখন্দক ও ভেঙ্গে যাওয়া রাস্তাগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :