মতলব উত্তরে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে–ইউএনও গাজী শরিফুল হাসান
প্রকাশিত : ১ জুলাই ২০২১

মতলব উত্তরে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১লা জুলাই) সকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও গাজী শরিফুল হাসান।
উদ্বোধনকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এলক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কৃষি জমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমানে ফলাতে মনোযোগী হতে হবে।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত বিতরণীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সদস্য মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৮০ জন কৃষকের মাঝে রোপা আমন উফশী ধান চাষী ২৫০জন ও ৩০ জন রোপা আমন হাইব্রিড ধান চাষীর মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।