বাসা ভাড়াও দিতে পারছেন না ডাচ ক্রিকেটাররা

প্রকাশিত : ৩০ জুন ২০২১

আর্থিক সংকটে আছেন জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।  কিছু দিন আগে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল সোশ্যাল মিডিয়ায় ছেঁড়া জুতার ছবি পোস্ট করে হইচই ফেলে দেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আর্থিক দৈন্য দশার চিত্র তুলে ধরেছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক।

সামাজিক যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রশ্ন তোলেন নেদারল্যান্ডস কি ক্রিকেট খেলে? তাদের কি কোন দল আছে?

এমন প্রশ্নের জবাবে নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক পিটার বরেন বলেন, নেদারল্যান্ডসের দল আছে, তবে ক্রিকেটাররা আর্থিকভাবে খুবই সংকটের মধ্যে আছেন। তাদের বাসা ভাড়া দিতেও সমস্যার হচ্ছে। তারপরও গর্বের সঙ্গে দেশের অরেঞ্জ টুপি মাথায় দিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন।

পিটার বরেনের এমন টুইটের পর ফের প্রশ্ন উঠেছে আইসিসির আর্থিক লভ্যাংশ বন্টনের পক্রিয়া নিয়। এভাবে চলতে থাকলে আইসিসি কোন দিন বিশ্বে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দিতে পারবে না।

আপনার মতামত লিখুন :