মতলব উত্তরের ছেংগারচরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ২৫ জুন ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ জুন শুক্রবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা মিলাদ দোয়া ও কেক কাটা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব মানে মুক্তি, মুজিব মানে বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আওয়ামী লীগ দীর্ঘ ৭২ ব্ছর ধরে গনমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে আন্দোলন করে আসছে। দেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় আন্তর্জাতিক ভাবে প্রশংসিত। এসব অর্জন সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে বলে। আওয়ামী লীগ দেশের গনমানুষেরসংগঠন এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরবময় মনে করছি।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজির পরিচালনায় বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, বাংলাদেশ আওয়মীলীগের উপ-কমিটির সদস্য আহসান হাবিব ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া, ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, পৌর কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা ডিএম আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর সভার কমিশনার শাহাদাৎ হোসেন খোকন, উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সদস্য নাজমুল খান,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি প্রমুখ।

আপনার মতামত লিখুন :