মতলব উত্তরে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পেল ৩০ ভূূমিহীন পরিবার

প্রকাশিত : ২০ জুন ২০২১

মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ‘মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান’ কার্যক্রমের উদ্বোধন করেছেন। মতলব উত্তরে উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান উপজেলার ৩০জন উপকারভোগীর মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। আজ সকালে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ৩০ জন উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূূমি) আফরোজা হাবিব শাপলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান’সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :