দীর্ঘ দিন ভারতে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে দেশে ফিরে

শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ

প্রকাশিত : ১০ জুন ২০২১

দীর্ঘ ৩মাস ভারতে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে দেশে ফেরা চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ ও তার পরিবারবর্গের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় ফিরেই ফরাজীকান্দি দরবারের প্র্রতিষ্ঠাতা ও পীর ক্বিবলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন তিনি।

  • জিয়ারত শেষে তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় আমার প্রিয় স্বদেশ বাংলাদেশে ফিরে এসেছি। আমি ভারতে চিকিৎসাধীন থাকা অবস্থায় কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্য়কারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু আমার সহধর্মিণী ও বড় ছেলের কাছে টেলিফোনে আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ায় তাঁর প্রতি আন্তরিক কৃৃতজ্ঞতা প্রকাশ করছি।
  • এছাড়া আমার নির্বাচনী এলাকা ফরাজীকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন, আলেম-ওলামা ও মাশায়েখবৃন্দ, শিক্ষক ও পেশাজীবী সমাজ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালি, প্রিন্ট ও ইলেকট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অন্য যারা আমার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।
  • পরিশেষে মহান রাব্বুল আলামিনের পবিত্র দরবারে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি ও দেশবাসীর জন্য প্রাণভরে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন। আমিন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জি. নূর মোহাম্মদ, ইউপি সদস্য আব্দুল হালিম সরকার, ডা. আবুল কালাম আশিক, দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :