ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১
ফরাজীকান্দি ইউপিতে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মনির হোসেন
প্রকাশিত : ২৪ মে ২০২১

মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ নেতা ও চাঁদপুর পুুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মনির হোসেন বেপারী।
নির্বাচনকে সামনে রেখে মনির এলাকায় প্রচারপ্রচারনা করে নিজের অবস্থানের জানান দিচ্ছেন। একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। সহজ সরল, শান্ত সদা হাস্যময়, ভদ্র স্বভাব সুলভ আচরনের এ ব্যক্তিটি ফরাজীকান্দি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করতে চায়।
প্রচারণায় এ প্রার্থী তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজের ফিরিস্তি। দীর্ঘ দিন ধরে ফরাজীকান্দি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকায় কাজ করে যাচ্ছেন তিনি।
- মনোনয়ন প্রত্যাশী মনির হোসেন বলেন, আমি দলের প্রতি আস্থাশীল। দল থেকে আমাকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশতেহার বাস্তবায়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর একজন কর্মী হিসেবে এলাকার জনগনের জন্য কাজ করে যেতে চাই।
- তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেলে জনগন আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমার জনসেবা করার পরিধি আরো ক্রমশ বৃদ্বি পাবে। এলাকার রাস্তা-ঘাট, হাট বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ, উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছি ভবিষ্যতে ও করে যাবো।
- এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস চাঁদাবাজ, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং রোধে সোচ্চার হবো। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ অনেকটা এগিয়ে গেছে। এগিয়ে যাওয়া উন্নয়নের ধারা অব্যহত রাখতে সর্বাত্মক চেষ্টা করবো।