এবার ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন তাসকিন-সাব্বির

প্রকাশিত : ২০ মে ২০২১

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা ক্রীড়াবিদরাও যে যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছেন।

এবার এই দলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের পর যোগ দিলেন তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

মঙ্গলবার (১৮ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা ও বজ্রমুষ্টির সাইন দিয়ে আলাদা ছবি আপলোড করেন তারা।

সাব্বির ক্যাপশনে লিখেন, আমি সাব্বির রহমান বাংলাদেশ থেকে। আমি ফিলিস্তিনের পাশে আছি। # সেভ প্যালেস্টাইন।

অন্যদিকে তাসকিন ছবির ক্যাপশনে প্রায় একইভাবে লিখেন, আমি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ফিলিস্তিনের পাশে আছি। তিনি বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের নাম লিখেছেন।

আপনার মতামত লিখুন :