মতলব উত্তরে সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু
প্রকাশিত : ১৯ মে ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মে) উপজেলা গোডাউনে ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
- উদ্বোধনকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। কৃষকের স্বার্থের কথা চিন্তা করে এবারের বোরো সংগ্রহে ধান-চাল ক্রয়ে ধানকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনোভাবেই কৃষককে হয়রানি করা যাবে না।
- তিনি আরো বলেন, কৃষকরা যেন প্রকৃত মূল্য পায় সেজন্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করছেন। এতে করে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবেন। কোন কৃষককে কম দামে হাট-বাজারে ধান বিক্রি করতে হবে না। কৃষিবান্ধব সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়ার সুযোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইউব আলী, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, খাদ্য পরিদর্শক মো. জামাল উদ্দিন, সহকারি খাদ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক’সহ অন্যান্যরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইউব আলী জানান, বোরো ধান সংগ্রহে ২৭ টাকা কেজি দর নির্ধারণ করেছে সরকার। অত্র উপজেলায় এই মৌসুমে ১ হাজার ২২৭ টন ধান সংগ্রহ করা হবে।