মতলব উত্তরে আহসান গ্রুপের ঈদবস্ত্র উপহার প্রদান
প্রকাশিত : ১ মে ২০২১

দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আহসান গ্রুপ লিমিটেড এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে লতরদি ইসহাকিয়া মাদ্রাসা মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার প্রদান কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপ লি. এর ব্যবস্থপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম কামরুল আহসান সিআইপি।
- উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার এসএম কামরুল আহসান বলেন, দারিদ্র্য দূরীকরণ ও আর্থসামাজিক উন্নয়নে জাকাত শ্রেষ্ঠতর উপায়। রোজাদার ধনী লোকেরা অসহায়দের জাকাত প্রদান করার ফলে সমাজের গরিব-নিঃস্ব ব্যক্তিরা দারিদ্র্যের কশাঘাত থেকে রেহাই পায় এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।
- তিনি আরো বলেন, ধনী মুসলমানদের অর্থসম্পদের মধ্যে আল্লাহর আদেশ অনুযায়ী গরিবের নির্দিষ্ট পরিমাণ অধিকার রয়েছে। অন্যের এ ন্যায্য প্রাপ্য বা হক প্রদান করলেই অবশিষ্ট ধনসম্পদ পবিত্র হয়ে যায়। রমজান মাসে ধনী লোকেরা দরিদ্রদের জাকাত প্রদানের ফলে উভয় শ্রেণির মানুষের মধ্যে লেনদেন হয় এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লাহ সরকার, আহসান কম্পোজিট লিঃ এর পরিচালক তানভীর আহসান মুন্না, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহির, শাহআলম সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার প্রমুখ।