মতলব উত্তরে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাংসদ রুহুল

প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১

মতলব উত্তরে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারনে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুুরুল আমিন রুহুল। শনিবার (২৪ এপ্রিল) সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। এটি আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার। লকডাউনের কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা অনেক কষ্টে আছেন। তাদের কথা বিবেচনা করে ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

এসময় ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, জেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন গাজী, সাবেক ছাত্রলীগ নেতা মহসিন মিয়া মানিক, আ. রব প্রধান, জহিরুল ইসলাম চৌধুরী’সহ যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :