আউশ উৎপাদন বাড়াতে মতলব উত্তরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২১

করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চাঁদপুরের মতলব উত্তরে আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে ২ হাজার ২’শ ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বটছায়ায় বিতরণকার্য অনুষ্ঠিত হয়।

ইউএনও শরিফুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, আ’লীগ নেতা শহিদ উল্ল্যাহ মাস্টার, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক আহমেদ প্রমুখ।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র দাস, নজরুল ইসলাম, শাহনাজ পারভীন, আ. সামাদ, ইমরান হোসেন’সহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী এক সপ্তাহে কয়েক দফায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :