মতলব উত্তরে ইয়াবা’সহ আটক মাদক কারবারি

প্রকাশিত : ২ এপ্রিল ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা থেকে মাদক কারবারি ফারুক মিয়া (২৪) কে ২০ পিস ইয়াবা’সহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গুচ্ছগ্রাম আবাসন এলাকার রেনু মিয়া ও মধু মিয়ার চা দোকানের সামনের ইটের সলিং রাস্তার উপর থেকে জামাল হোসেনের ছেলে ফারুক মিয়াকে আটক করে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রাশেদ সঙ্গীয় ফোর্স।

মাদক কারবারি ফারুক মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে মাদক কারবারি ফারুক মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :