মতলব উত্তরে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : ২৭ মার্চ ২০২১

মতলব উত্তর উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধনের লক্ষ্যে উপজেলার নিবন্ধিত ৫’শ ৮০জন নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ শনিবার সকালে উপজেলার বটতলায় সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।

বিতরণকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষক ও মৎস্যজীবী বান্ধব সরকার। জেলেদের কল্যাণে এবং দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এ সরকার।

তিনি আরো বলেন, অসৎ কিছু জেলে নদীতে কারেন্ট জাল ফেলে জাটকা মাছ নিধন করে দেশের অর্থনৈতিক মুদ্রা নষ্ট করে। আজকে যে উপকরণ দেয়া হলো-তার সঠিক ব্যবহার করে স্বচ্ছলভাবে দিনাতিপাত করতে আহবান জানান।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম এর সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চানায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলায় ৫শ ৮০জন নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মাঝে সেলাই মেশিন, সুতা, কেচি, স্কেল, আয়রন, চক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :