শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই

প্রকাশিত : ১৯ মার্চ ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯মার্চ) বিকেলে মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ।

  • বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে।
  • তিনি আরো বলেন, ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আমাদের সোনার ছেলেরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে সম্মানিত করেছে। খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ইঞ্জি. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও আল-আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মো. মিরাজ খালিদ সরকার।

ফাইনাল খেলায় নবুরকান্দি ক্রিকেট একাদশ মান্দারতলী ক্রিকেট একাদশকে ৯রানে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আরাফাত হোসেন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন মোতাচ্ছিম ও খোকন প্রধান। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :