মতলব উত্তর আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির পুষ্পস্তবক অর্পণ ও প্রভাত ফেরী
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে একুশের সকালে প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুুষ্পস্তবক অর্পণ করা হয়।
- পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কণ্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃৃত্বে উন্নয়নশীল দেশের কাতার থেকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
- তিনি আরো বলেন, মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২-এ জীবন দিয়েছিল সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউল্লাহ’সহ নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়েই অর্জিত হয়েছে আজকের এই বাংলা ভাষা। যারা ভাষার জন্য অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। আজকের দিনটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বের সব প্রান্তে পালিত হবে বীরের রক্ত স্রেত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে।
এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান সদস্য হাবিবা ইসলাম সিফাত, সিরাজুল ইসলাম জমাদার, অ্যাড. সেলিম মিয়া, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।