দেওয়ান আবদুল করিম মাস্টার হাফেজিয়া ও নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে
মতলব উত্তরে ক্বিরাত সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১

ভাষা শহীদ ও সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দেওয়ান আবদুল করিম মাস্টার হাফেজিয়া ও নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে ক্বিরাত সম্মেলন দোয়া অনুষ্ঠান আগামী ২০ ফেব্রুয়ারী শাখারীপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
ক্বিরাত সম্মেলনকে সফল করার লক্ষ্যে ১৮ ফেব্রুয়ারী বাদ মাগরিব প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দেওয়ান আবদুল করিম মাস্টার হাফেজিয়া ও নূরানী ক্যাডেট মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি দেওয়ান আলহাজ্ব মো. আবদুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি দেওয়ান বাহাউদ্দিন খায়ের মাস্টার, মাওলানা আ. বাতেন, মাওলানা আ. সালাম, উপদেষ্ঠা গনি তপাদার, সমাজসেবক আমির হোসেন, দেওয়ান আ. রহিম, জমশেদ বেপারী, সদস্য ডা. আ. মান্নান, ফরুক বেপারী, খোকা মৃধা , আজাদ সরকার, বোরহান উদ্দিন মিজি, মুজিবুর রহমান বেপারী, মমিন প্রধান, আ. ছাত্তার প্রধান, উজ্জল প্রধান। এ সময় সরদারকান্দি, শাখারীপাড়া, নয়াকান্দি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।