মতলব উত্তরের ফরাজীকান্দিতে আ’লীগের যৌথ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ কমপেক্সের সম্মুখে অনুষ্ঠিত হয়।
ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব নুরুদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

  • এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। এ বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব এটিই আমাদের মূল লক্ষ্য।
  • তিনি আরো বলেন, এখন বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। ইতিমধ্যে দেশের দারিদ্র্যহার ২০ দশমিক ৫ ভাগ নামিয়ে আনতে সক্ষম হয়েছি। দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী গাজী,উপজেলা আ’লীগের শাজাহান প্রধান, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা মহিলা যুবলীগের নেত্রী তাছলিমা আক্তার, লাভলী আক্তার, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি দেওয়ান আ. রহিম, যুবলীগের সহ সভাপতি আবু তাহের, তাঁতী লীগ নেতা মো. ইব্রাহিম, উপজেলা ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন, ছাইফুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন :