মতলব উত্তরে কোভিড-১৯ ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।
শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধাদের রেজিস্ট্রেশন করার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, সহকারী কমিশনার আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, ক্যাপ্টেন মুহাম্মদ সায়েম আকতার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রতন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের তথ্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, চাঁদপুর জজ কোর্টের এপিপি এডভোকেট জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :